খুতবা পূর্ববর্তী বয়ানে বিএমপি কমিশনার
‘মাস্ক না পরলে কেয়ামতের দিন জবাবদিহি করতে হবে’
মসজিদে বক্তব্য দিচ্ছেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান
করোনাভাইরাসে স্বাস্থ্যবিধি মেনে চলতে মসজিদে খুতবা পূর্ববর্তী বয়ান দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান। শুক্রবার (২ জুলাই) চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদে এ বক্তব্য দেন তিনি।
শাহাবুদ্দিন খান বলেন, নিয়মিত মাস্ক না পরে অন্যের জীবন ঝুঁকির মধ্যে ফেললে কেয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আর অন্যকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চললে তা পুণ্য হিসেবে গণ্য হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমাদের সবার দায়িত্ব হওয়া উচিত করোনার এই দুঃসময়ে নিজে নিরাপদ থাকা এবং অন্যকেও নিরাপদ রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা। লকডাউন বাস্তবায়নে অতি জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।
বিএমপি কমিশনার বলেন, এই মুহূর্তে মাস্কই আমাদের প্রথম ও প্রধান ভ্যাকসিন। করোনার ভয়াল ছোবল থেকে দেশকে রক্ষা করতে হলে মাস্ক পরার অভ্যাস করতে হবে। পাশাপাশি কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হাত স্যানিটাইজ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
বিজ্ঞাপন
এছাড়াও মহাগরীর ৩৭০ মসজিদে জুমার নামাজের খুতবা পাঠের পূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা সর্ম্পকে অবহিতকরণ বক্তব্য দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পদস্থ কর্মকর্তারা।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর