অসহায়দের যাবতীয় সহযোগিতা দিতে আমরা প্রস্তুত
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক শামীম আহমেদ
করোনা দুর্যোগ মোকাবিলা এবং করোনা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন সব সময় মানুষের পাশে রয়েছে বলে জানিয়েছেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
শুক্রবার (০২ জুলাই) সকালে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
বিজ্ঞাপন
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, সিংড়ায় করোনার সংক্রমণ বেড়েই চলছে। তবে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানুষের পাশে রয়েছে। করোনা রোগীদের সার্বক্ষণিক সেবা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার শুরু থেকেই মানুষের পাশে রয়েছে। লকডাউনে যেন নিম্ন আয়ের মানুষদের না খেয়ে থাকতে না হয় সেদিকে দৃষ্টি রেখেছে সরকার। প্রতিনিয়ত নিম্ন আয়ের মানুষদের খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমরা সব সময় মানুষের পাশে থাকব। অসহায়দের খাদ্যসহ যাবতীয় সহযোগিতা দিতে আমরা প্রস্তুত রয়েছি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক বলেন, আমরা যদি সরকারের নির্দেশ মোতাবেক জীবনযাপন করতে পারি তবে ঝুঁকিমুক্ত থাকতে পারব। এজন্য সবাইকে সচেতন হতে হবে।
এরপর দুপুরে নাটোর সদরের চাঁদপুরে আমজাদ খান চৌধুরী মোমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
তাপস কুমার/আরএআর