বরিশালে করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬০ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ২৯৪ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার (০৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলায় আক্রান্ত ১৮ হাজার ২৯৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৩৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ জন। আক্রান্ত ১৬০ জনের মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৫৪ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বিজ্ঞাপন
বরিশাল জেলায় নতুন শনাক্ত ৮৫ জন নিয়ে মোট আক্রান্ত ৮ হাজার ৭৪ জন, পটুয়াখালীতে নতুন ১০ জন নিয়ে মোট ২ হাজার ৫১৩ জন, ভোলায় নতুন চারজন নিয়ে মোট ২ হাজার ৭২ জন, পিরোজপুরে নতুন তিনজন নিয়ে মোট ২ হাজার ৩৩৪ জন, বরগুনায় নতুন পাঁচজন নিয়ে মোট ১ হাজার ৪৭০ জন এবং ঝালকাঠিতে নতুন ৫৩ জন নিয়ে মোট শনাক্ত ১ হাজার ৮৩১ জন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ইউনিটে মোট ৩৯ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি সাতজন মারা গেছেন। করোনা ওয়ার্ডে এখন ১৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ৩৪ জন করোনা পজিটিভ এবং ১৪৮ জন আইসোলেশনে আছেন।
বিজ্ঞাপন
সৈয়দ মেহেদী হাসান/এসপি