ফরিদপুর করোনা হাসপাতালে এক দিনে ৬ জনের মৃত্যু
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় এবং পাঁচজন উপসর্গে মারা গেছেন। এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২২৭ জন। এ সময় ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৭ জনে।
শনিবার (০৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন- ফরিদপুরের ওয়ারলেস পাড়া মহল্লার লাবলী রহমান (৪৫)। উপসর্গে যে পাঁচজন মারা গেছেন- ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার হামিদা বেগম (৫৭), মধুখালীর পরীক্ষিতপুর গ্রামের শেফালী রাণী ঘোষ (৭০), নগরকান্দার বড় কাজলী এলাকার রাজিয়া বেগম (৭০) এবং মাগুরা ও রাজবাড়ী সদরের দুই বাসিন্দা।
ফরিদপুরে নতুন যে ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে আলফাডাঙ্গায় ১২, ভাঙ্গায় আট, বোয়ালমারীতে আট, নগরকান্দায় সাত, মধুখালীতে সাত, সদরপুরে ২৩ এবং ফরিদপুর সদরে ৮৩ জন রয়েছেন।
বিজ্ঞাপন
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে এ পর্যন্ত মারা গেছেন ২২৭ জন। এর মধ্যে ৯২ জন ফরিদপুরের বাসিন্দা, অন্যরা আশপাশের বিভিন্ন জেলার।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, হাসপাতালে শনিবার (৩ জুলাই) সকাল পর্যন্ত ২৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ১৭৬ জন। বাকি ৮০ জন করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এসপি