বগুড়ায় করোনায় ৬ জনের প্রাণহানি
বগুড়ায় করোনা শনাক্তের হার ৩৬.০১ শতাংশ
গত ২৪ ঘণ্টায় করোনায় বগুড়ার দুটি হাসপাতালে আরও ৬ জন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। একই সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১২ জন, শনাক্তের হার ৩৬.০১ শতাংশ।
শনিবার (৩ জুলাই) দুপুর ১২টায় এসব তথ্য নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
বিজ্ঞাপন
মৃত ব্যক্তিরা হলেন বগুড়া সদরের আলী জাহিদ (৭০) ও সাহেরা বেওয়া (৭০) এবং নওগাঁর মতিন চৌধুরী। তাদের তিনজনই সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ছাড়া বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যাওয়া তিনজনের নাম-পরিচয় জানাতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ।
বিজ্ঞাপন
সিভিল সার্জন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩১১টি নমুনার ফলাফলে নতুন করে ১১২ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৬ দশমিক ০১ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৯১ জন। নতুন আক্রান্ত ১১২ জনের মধ্যে সদরের ১০০ জন, শিবগঞ্জের ৩ জন, আদমদীঘির ২ জন, কাহালুর ২ জন, শাজাহানপুরের ২ জন; শেরপুর, ধুনট ও গাবতলীর একজন করে আক্রান্ত হয়েছেন।
তিনি আরও জানান, ২ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৯৩ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ নমুনায় ১৯ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৪ হাজার ১৮৫ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৮৩৯-এ দাঁড়িয়েছে। এ ছাড়া নতুন করে ৬ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৪১৬ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৯৩২ জন।
সাখাওয়াত হোসেন জনি/এনএ