সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্য হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৈয়দপুর পৌর এলাকার হাতিখানা মহুয়াগাছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, নিহত যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। সিআইডিকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা যুবকের ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী মো. মামুনুর রশিদ বলেন, খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর থেকে সৈয়দপুর স্টেশনে যাচ্ছিল। পথে হাতিখানা মহুয়াগাছ এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।
এসপি
বিজ্ঞাপন