গত ২৪ ঘণ্টায় করোনায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। একই সময়ে জেলায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৯৪ জন।

বগুড়া গাবতলী উপজেলার শাহজাহান আলী (৫৫), সারিয়াকান্দি উপজেলার জিল্লুর রহমান (৫০), সদরের ঠনঠনিয়া এলাকার আব্দুল খালেক (৩০) ও লতিফপুর কলোনি এলাকার আলতাব হোসেন (৭২) এবং নওগাঁ জেলার হাশেম আলী (৮০) মৃত্যুবরণ করেন।

রোববার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এসব তথ্য নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬০০ নমুনার ফলাফলে নতুন করে ১৯৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩২ দশমিক ৩৩ শতাংশ।

একই সময়ে সুস্থ হয়েছেন ৮১ জন। নতুন আক্রান্ত ১৯৪ জনের মধ্যে সদরের ১২২ জন, শাজাহানপুরে ৬ জন, ধুনটে ৩ জন, দুপচাঁচিয়ায় ৫ জন, শেরপুরে ১৬ জন, শিবগঞ্জে ৭ জন, আদমদীঘিতে ৬ জন, গাবতলীতে ৮ জন, কাহালুতে ১০ জন, সারিয়াকান্দি ৪ জন, সোনাতলায় ২ জন ও নন্দীগ্রামে ৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

ডা. তুহিন জানান, ৩ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৯৩ জনের, জিন এক্সপার্ট মেশিনে ২০ নমুনায় ১২ জনের, অ্যান্টিজেন পরীক্ষায় ২৩৬ নমুনায় ৪৮ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬২ নমুনায় ৪১ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

তিনি জানান, জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৪ হাজার ৩৭৯ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৯২০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২১ জন। জেলায় বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩৮ জন।

সাখাওয়াত হোসেন জনি/এনএ