বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ৩৩৩ নমুনা পরীক্ষায় নতুন করে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রমণের হার ৪৬ শতাংশ হলেও সদর উপজেলায় এই হার ৫৪ শতাংশ।

এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৭৩ জন। মোট মৃত্যু হয়েছে ৮৯ জনের। সুস্থ হয়েছেন ২ হাজার ৭১৯ জন।

সরকারি- বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৫৪ জন। রোববার (৪ জুলাই) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

ডা. কেএম হুমায়ুন কবির বলেন, করোনা সংক্রমণ রোধে আমরা সব ধরনের চেষ্টা করছি। এরপরও সংক্রমণ কমানো যাচ্ছে না। কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৫৬ জন ভর্তি রয়েছেন। এই অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

তানজীম আহমেদ/এমএসআর