খাবার বিতরণ করে দিয়ে হালখাতা বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট
নির্দেশনা অমান্য করায় বন্ধ করা হয় হালখাতা
সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে ‘বিসমিল্লাহ কাঁচামাল আড়ৎ’ নামের এক দোকানে হালাখাতার আয়োজন করেছেন মালিক রোকনুজ্জামান রোকন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবার রহমান তা বন্ধ করে দেন।
এ সময় মাস্ক না থাকায় হালখাতায় আসা মাজেদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা করেন তিনি।
বিজ্ঞাপন
রোববার (৪ জুলাই) বেলা ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী থানা গেট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আদিতমারী উপজেলার আদিতমারী গ্রামের রোকনুজ্জামান রোকন থানা গেটের সামনে কাঁচামালের আড়ত খুলে বিভিন্ন ধরনের পাইকারি ব্যবসা করে আসছেন। তার ব্যবসাপ্রতিষ্ঠানে বাকি টাকা উত্তোলন করতে চলমান কঠোর বিধিনিষেধে উপেক্ষা করে হালখাতার আয়োজন করেন তিনি।
বিষয়টি আদিতমারী থানার ওসি সাইফুল ইসলামের নজরে না এলেও অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের চোখে পড়ে।
বিজ্ঞাপন
আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘বিসমিল্লাহ কাঁচামাল আড়ৎ’ নামের ওই দোকান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বন্ধ করে দিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবার রহমান বলেন, চলমান লকডাউনে জনসমাগম এড়াতে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ওই ব্যবসায়ী না মেনে হালখাতার আয়োজন করেছেন। তাই তার হালখাতার আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। আর খাবারের প্যাকেটগুলো হালখাতায় আগতদের বিতরণ করতে বলা হয়েছে।
নিয়াজ আহমেদ সিপন/এনএ