প্রাণঘাতী করোনাভাইরাসের হবিগঞ্জে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে। রোববার (৪ জুলাই) তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল।

মৃতরা হলো বাহুবল উপজেলা সদরের বাসিন্দা শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জবরু মিয়া (৬০) ও হবিগঞ্জ শহরের অনন্তপুর গ্রামের বাসিন্দ আব্দুল হেকিম (৬৫)।
 
ডা. মুখলেছুর রহমান উজ্জল বলেন, মারা যাওয়া ব্যক্তিরা ২১ ও ২৮ জুন তাদের নমুনা হবিগঞ্জ সদর হাসপাতালে দিলে পরদিন তাদের রিপোর্ট পজিটিভ আসে। এরপর অবস্থার অবনতি ঘটলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ও ঢাকায় পাঠানো হয়। রোববার দুপুরে জবরু মিয়া সিলেটে ও আব্দুল হেকিম ঢাকায় মারা যান।

ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে। উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১১০ জন এবং মারা গেছেন ২১ জন।

মোহাম্মদ নুর উদ্দিন/এমএসআর