শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় গত বুধবার (৩০ জুন)  ১০ জনের নমুনা সংগ্রহ করা হলে ৯ জনের করোনা পজিটিভ এসেছে। এ উপজেলায় এখন পর্যন্ত মোট ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত। 

গত বছর (২০২০ সাল) ও এ বছর মিলে মোট ২৪৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। রোববার (৪ জুলাই) দুপুরে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা।

তিনি বলেন, আমরা যাদের রিপোর্ট পাঠিয়েছি তাদের তথ্য আজ রোববার মেইলের মাধ্যমে জানানো হয়েছে। জ্বর আর ঠাণ্ডা ভাব থাকায় আমরা পরীক্ষার জন্য গত ৩০ জুন তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি। আজ রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে একজনের অবস্থা খারাপ। তাকে আইসোলেশনে যেতে বলা হয়েছে। এর আগে গত ১ সপ্তাহে ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের পরিবাবের সবাইকে সাবধান করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৮ এপ্রিল ডামুড্যায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। পরে ২২ এপ্রিল একই পরিবারের আরোও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭ জন আইসোলেশনে রয়েছেন।

সৈয়দ মেহেদী হাসান/এমএএস