প্রাণঘাতী করোনাভাইরাস দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। সে তুলনায় হবিগঞ্জেও আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে না গিয়ে সাধারণত বাসায় আইসোলেশনের থেকে চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, সদর হাসপাতালের করোনা ইউনিটে মাত্র ২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ৬ তলায় করোনা রোগীদের জন্য দুটি ইউনিটে ১০০ সিটের ব্যবস্থা রাখা হয়েছে। আনা হয়েছে পর্যাপ্ত অক্সিজেন।  

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, রোববার দুপুর পর্যন্ত হবিগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ রোগী রয়েছেন ২ জন। 

তিনি বলেন, করোনা রোগীদের গুরুত্ব দিয়ে চিকিৎসা দিয়ে থাকি। সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স নিয়োজিত থাকেন। হাসপাতালে রয়েছে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থাও। রোগীরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১১০ জন এবং মারা গেছেন ২১ জন।

মোহাম্মদ নুর উদ্দিন/এমএসআর