নেত্রকোনার মদন থানায় স্ত্রীর দায়ের করা নির্যাতন ও যৌতুক মামলায় গ্রেফতার হলেন ইউনিয়ন পরিষদের সদস্য স্বামী আফর উদ্দিন (৪৫)। রোববার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে বিকেলেই তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়।

আফর উদ্দিন মদন উপজেলার বনতিয়শ্রী গ্রামের আছাব আলীর ছেলে এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। সন্ধ্যায় মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, ২০১১ সালে ইউপি সদস্য আফর উদ্দিনের সঙ্গে মদন পৌর শহরের দুলাল মিয়ার মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন স্বামী আফর উদ্দিন ও তার পরিবারের লোকজন। 

তিনি আরও জানান, ২৯ জুন সকালে আফর উদ্দিন আবারও তার স্ত্রীকে নির্যাতন করলে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। তাৎক্ষণিক পুলিশ শারমিন আক্তারকে উদ্ধার করে মদন হাসপাতালে ভর্তি করে। শনিবার (৩ জুলাই) রাতে শারমিন বাদী হয়ে আফর উদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে মদন থানায় মামলা করেন।

জিয়াউর রহমান/এমএসআর