টাঙ্গাইলে করোনা ও উপসর্গে ৭ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় ৭১৩ জনের নমুনা পরীক্ষায় ৪১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৭ দশমিক ৯২ শতাংশ। এটিই জেলায় সর্বোচ্চ শনাক্ত।
এদিকে দিন দিন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও সচেতন নয় মানুষ। শহরগুলোতে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন হলেও গ্রাম পর্যায়ে এর বাস্তবায়ন নেই। ফলে জেলার বিভিন্ন জায়গায় হাট-বাজার বসছে। সরকার নির্ধারিত সময়সীমার পরও অনেকেই দোকানপাট ও চায়ের দোকান খোলা রেখে ব্যবসা করছেন।
বিজ্ঞাপন
ভুঞাপুরে আবুল কাশেম নামে একজন বলেন, অনেক উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়ন হচ্ছে। শুধু এই উপজেলায় ঢিলেঢালা লকডাউন হচ্ছে। প্রশাসনও কোনো উদ্যোগ নিচ্ছেন না।
মঙ্গলবার (০৬ জুলাই) টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গেল ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। এ ছাড়া অন্যান্য জায়গায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
অভিজিৎ ঘোষ/এসপি