বগুড়ার তিন হাসপাতালে ১৯ জনের মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৯ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় আটজন এবং উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৩৮ জন। মঙ্গলবার (০৬ জুলাই) দুপুর ১২টায় এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
মৃতদের মধ্যে মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় তিনজন ও উপসর্গে আটজন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনায় তিনজন ও উপসর্গে দুজন, বেসরকারি টিএমএসএস হাসপাতালে করোনায় দুজন এবং একজন শিবগঞ্জে নিজ বাড়িতে মারা গেছেন।
বিজ্ঞাপন
করোনায় মারা যাওয়া আটজন হলেন- গাইবান্ধার রেহানা (৯০), নওগাঁর মুসলেমা (৪০) ও রহমান সরকার (৬৩), জয়পুরহাটের মোর্শেদা (৪০), তবিবর (৬৮) ও বাবু (৩৫) এবং বগুড়ার শিবগঞ্জের দুলাল (৮৫) ও আজাহার (৫০)। এদের মধ্যে আজাহার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডাঃ তুহিন জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ৮১০ নমুনার ফলাফলে নতুন করে ২৩৮জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৯দশমিক ৩৮শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৮৮জন। ২৩৮জনের মধ্যে সদরের ১৭৭জন, শেরপুরে ১১জন, দুপচাঁচিয়ায় ৯জন, গাবতলীতে ৭জন, কাহালুতে ৭জন, সারিয়াকান্দিতে ৬জন, ধুনটে ৬জন, আদমদীঘিতে ৭জন, সোনাতলায় ৩জন, শাজাহানপুরে ৩জন এবং শিবগঞ্জে ২জন আক্রান্ত হয়েছেন।
বিজ্ঞাপন
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৯৩১ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৩ জন। এ ছাড়া নতুন করে আটজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৪৩৭ জন। বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪১৩ জন।
বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মাদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. টিএম নুরুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, হাসপাতালে চিকিৎধীন অবস্থায় পাঁচজন মারা গেছেন।
এ ছাড়া বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি আব্দুর রহিম রুবেল জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।
সাখাওয়াত হোসেন জনি/এসপি