ফরিদপুরে ঝরল আরও ১২ প্রাণ
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় পাঁচজন এবং উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ৮১ শতাংশ। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৩৮ জন। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ফরিদপুরের সালথার ভবুকদিয়ার আনন্দ সরকার (৬০) ও নগরকান্দার তালমার ফরিদা বেগম (৪৫)। বাকিদের পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
উপসর্গে মারা গেছেন- ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লার জ্যোৎস্না বেগম (৭০), ফরিদপুর সদরের কবিরপুর এলাকার আব্দুর রাজ্জাক (৮০), সালথার গোয়ালপাড়া এলাকার জমিরউদ্দিন (৬৫) ও ভাঙ্গার মনোয়ারা বেগম (৬৫)। বাকিদের পরিচয় জানা যায়নি।
নতুন শনাক্ত ১৬৩ জনের মধ্যে ভাঙ্গায় ৩৫, বোয়ালমারীতে দুজন, মধুখালীতে ৯, সদরপুরে দুজন, ফরিদপুর সদরে ১১৩ ও সালথায় দুজন রয়েছে।
বিজ্ঞাপন
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৬৩ জন নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা ১৩ হাজার ৭৮৫ জনে দাঁড়িয়েছে।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ওই হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত ৩০১ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ২২৪ জন এবং বাকিরা উপসর্গে।
এসপি