সীমান্ত জেলা কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় সংক্রমণের হার ৫১ দশমিক ৩০ শতাংশ।

বুধবার (৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান। তিনি বলেন, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৩ জন। 

কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় সংক্রমণ বাড়লেও করোনাভাইরাস রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 

জুয়েল রানা/এমএসআর