কুমিল্লায় করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্তের হার ৪৫.৬ শতাংশ
সারাদেশের মতো কুমিল্লায়ও দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে জেলায় করোনা শনাক্তের হার বেড়ে ৪৫ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট ৫০৭ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৮৬১ জনের নমুনা পরীক্ষা করে ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৫ দশমিক ৬ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৫৫ জন। মঙ্গলবার (০৬ জুলাই) কুমিল্লায় করোনা শনাক্তের হার ছিল ৪১ দশমিক ২ শতাংশ।
বিজ্ঞাপন
বুধবার (০৭ জুলাই) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের তিনজন, বুড়িচং উপজেলার দুইজন ও মুরাদনগর উপজেলার দুইজন রয়েছেন। এদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।
বিজ্ঞাপন
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৮০ জন, আদর্শ সদর উপজেলার ২৮ জন, সদর দক্ষিণের ৯ জন, বুড়িচংয়ের ৩১ জন, ব্রাহ্মণপাড়ার চারজন, চান্দিনার ১৯ জন, চৌদ্দগ্রামের ২৮ জন, দেবিদ্বারের আটজন, দাউদকান্দির দুইজন, লাকসামের ২৭ জন, লালমাইয়ের পাঁচজন, নাঙ্গলকোটের পাঁচজন, বরুড়ার ১২ জন, মনোহরগঞ্জের ৯ জন, মুরাদনগরের ১৮ জন, মেঘনার দুইজন, তিতাসের পাঁচজন ও হোমনা উপজেলার একজন রয়েছেন।
আরএআর