নাটোরের কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় কষ্ট না পায়। সবার চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি। আমাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। যেকোনো মূল্যে করোনা দুর্যোগ মোকাবিলা করতে হবে।

বুধবার (৭ জুলাই) দুপুরে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় ডিসি শামীম আহমেদ স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন বিভাগের করোনা ওয়ার্ডে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনছারুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনছারুল হক বলেন, আমরা রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করছি। আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। করোনা রোগীদের সার্বক্ষণিক সেবা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক শামীম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, যেকোনো মূল্যে আমাদের করোনা দুর্যোগ মোকাবিলা করতে হবে। আমরা আপনাদের পাশে রয়েছি। যে কোনো বিষয়ে আমাকে জানাবেন আমি দ্রুত সময়ের মধ্যে সেটার সমাধান করার চেষ্টা করব। আমাদের চলার পথে আপনাদের সবার সহায়তা প্রয়োজন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করতে পারি তাহলে দুর্যোগময় সময় আমরা পাড়ি দিতে পারব। সরকার আমাদের সঙ্গে রয়েছে। সবার সমন্বয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি নাটোরবাসীকে ভালো স্বাস্থ্যসেবা দিতে। 

এর আগে তিনি লালপুর উপজেলাধীন চকশেরপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য প্রদানকৃত ঘর পরিদর্শন করেন ও তাদের খোঁজখবর নেন। পাশাপাশি করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত ১৪০ জন দুস্থ ব্যক্তিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেন। 

তাপস কুমার/এমএএস