চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৫ জনে। এ দিন নতুন করে আরও ১৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৬৬ জনে।

বুধবার (৭ জুলাই) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ দিন উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন। বাকি একজন উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১০৯ জনের ও জেলার বাইরে ১৬ জনের।

এ দিকে বুধবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৫১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ১৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১৯১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৭৭ জন, আলমডাঙ্গার ৩৫ জন, দামুড়হুদায় ৩১ জন ও জীবননগরের ৪৮ জন রয়েছেন।

আফজালুল হক/ওএফ