গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ২৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন পাঁচজনসহ জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৪ জনে। নতুন ২৩৪ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৬ জনে। শুক্রবার (০৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান।

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ১২৮ জন, কালীগঞ্জে আটজন, কালিয়াকৈরে ১৯ জন, কাপাসিয়ায় ১৮ জন ও শ্রীপুরে ৬১ জন রয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৪ হাজার ৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ৭৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদরে ৮ হাজার ৮৫২ জন, কালীগঞ্জে ৯৩৬ জন, কালিয়াকৈরে ১ হাজার ৫১৮, কাপাসিয়ায় ৯০৫ ও শ্রীপুরে ১ হাজার ৫৮৫ জন রয়েছেন।

ডা. মো. খাইরুজ্জামান জানান, নতুন পাঁচজনসহ এ পর্যন্ত জেলায় ২৬৪ জন মারা গেছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৫৪৫ জন।

শিহাব খান/এসপি