ফরিদপুরে আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬
ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়ে ৪ এবং উপসর্গে ১০ জনসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে একই সময়ে নতুন করে ১৭৬ জন করোনায় শনাক্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা ১৪ হাজার ২৮৮ এ দাঁড়িয়েছে। শনাক্তের হার ৫২ দশমিক ২২। শুক্রবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
করোনায় শনাক্ত হয়ে ফরিদপুর সদরে দুইজন, মাগুরা এবং রাজবাড়ী সদরে একজন করে মারা গেছেন। উপসর্গে মৃত ১০ জনের সাতজনের বাড়ি মাগুরায়, রাজবাড়ীর দুই এবং কুষ্টিয়া ও ঝিনাইদহে একজন করে। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
ফরিদপুরে নতুন করে যে ১৭৬ জন শনাক্ত হয়েছেন, তার মধ্যে আলফাডাঙ্গায় ১, ভাঙ্গায় ১, বোয়ালমারীতে ৪, নগরকান্দায় ৬, মধুখালীতে ৩, সদরপুরে ১, চরভদ্রাসনে ১ ও ফরিদপুর সদরে ১৫৯ জন রয়েছেন।
বিজ্ঞাপন
করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, শুক্রবার (৯ জুলাই) পর্যন্ত এ হাসপাতালে ৩৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনার রোগী আছেন ২৮২ জন।
এমএসআর