দৌলতদিয়া যৌনপল্লীর ১১শ অসহায় নারীর পাশে ডিআইজি হাবিব
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়ার (যৌনপল্লী) অসহায় ও দুস্থ নারীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (০৯ জুলাই) বেলা ১১টার দিকে যৌনপল্লীর ১ হাজার ১৫২ জন নারীর মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, করোনার কারণে গত বছর থেকে দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীর প্রায় তিন হাজার বাসিন্দা অনেকটা অসহায় হয়ে পড়েন। লকডাউনের কারণে আয়-রোজগার অনেকটা বন্ধ হয়ে মহাবিপাকে পড়েন যৌনপল্লীর বাসিন্দারা। তাদের এই বিপদের সময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ প্রশাসন।
বিজ্ঞাপন
শুক্রবার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মাঠে অসহায় নারীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। এ সময় তার সঙ্গে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্যসহ যৌনকর্মীদের নিজস্ব সংগঠন অসহায় নারী ঐক্য সংগঠনের সভাপতি ঝুমুর বেগম উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ঝুমুর বেগম বলেন, ডিআইজি হাবিবুর রহমান স্যার একজন মানবিক পুলিশ অফিসার। গত বছর করোনার শুরু থেকেই তিনি এই দৌলতদিয়ার অসহায় নারীদের খোঁজখবর নিচ্ছেন। যৌনকর্মীদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন হাবিবুর রহমান স্যার এবং উত্তরণ ফাউন্ডেশন।
পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনে দৌলতদিয়া পল্লীর সকলেই অনেক কষ্টের মধ্যে রয়েছে। তাদের আয়-রোজগারের পথ বন্ধ। অনেকে মানবেতর জীবনযাপন করছে। তারা কারও কাছে সাহায্যও চাইতে পারে না। তাই তাদের কথা চিন্তা করেই উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডিআইজি হাবিবুর রহমান স্যারের দিকনির্দেশনায় করোনার শুরু থেকেই উত্তরণ ফাউন্ডেশন এই অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দিয়ে আসছে।
মীর সামসুজ্জামান/আরএআর