মানিকগঞ্জে যুবলীগের খাদ্যসহায়তা পেল ১ হাজার পরিবার
করোনাভাইরাস বিস্তার রোধে সরকারঘোষিত চলমান কঠোর লকডাউনে মানিকগঞ্জ পৌর এলাকার কর্মহীন হয়ে পড়া ১ হাজার দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে মানিকগঞ্জ জেলা যুবলীগ।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জ কোর্ট চত্বর, শহীদ রফিক সড়ক, পূর্বদাশড়া ও গঙ্গাধরপট্টি এলাকার এসব অসহায় পরিবারের মাঝে এ খাদ্যসহায়তা দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও একটি হুইল সাবান।
বিজ্ঞাপন
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সহসভাপতি ও পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌরসভার পূর্বদাশড়া এলাকার বাসিন্দা নাজমা বেগম বলেন, দিনমুজুরের কাজ করে সংসার চালাই। করোনার কারণে এখন কোনো কাজ করতে পারি না। কেউ কাজেও নেয় না। আজকে এই খাদ্যসহায়তা পেয়ে আমার অনেক উপকার হলো।
বিজ্ঞাপন
জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ফজলে শামস পরশ ও মাঈনুল হোসেন নিখিলের নির্দেশে জেলা যুবলীগ দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। লকডাউন চলাকালীন এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সোহেল হোসেন/এমএসআর