ব্রাজিল হারার জন্য নয়, বিষ খেলেন প্রেমিকার বিয়ের খবরে
কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকার বাসিন্দা কামাল উদ্দিন। প্রেমিকার বিয়ের খবর শুনে বিষপান করেন। কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ব্রাজিল হেরে যাওয়ায় এ যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। রোববার (১১ জুলাই) সকালে কামাল উদ্দিনকে রামু স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে সাংবাদিকদের কামাল উদ্দিন জানান, খেলা আমি তেমন বুঝি না। তাহলে আমি বিষ খেতে যাব কেন? আমি তো খেলা দেখি না। কিন্তু কেউ একজন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ ধরনের গুজব ছড়িয়েছে। আর তাতে উৎসাহী হয়ে সংবাদ প্রকাশ করেছে। তারা আমার থেকে কোনো বক্তব্যও নেয়নি।
বিজ্ঞাপন
বিষ কেন খেলেন এমন প্রশ্নের জবাবে কামাল বলেন, আমার সঙ্গে একটি মেয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। হঠাৎ গতকাল সকালে জানতে পারি, তাকে এক জায়গায় বিয়ে দিচ্ছে তার পরিবার। সে থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। রোববার সকালে ওই মেয়ের সঙ্গে কথা বলতে বলতে বিষপান করি। পরে স্বজনরা হাসপাতালে আনে। এখন মোটামুটি সুস্থ আছি।
বিষয়টি নিশ্চিত করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. নোবেল কান্তি বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, সকালে বিষপান করা অবস্থায় এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে ওয়াশ করার পর রোগী সুস্থ আছে।
বিজ্ঞাপন
মুহিববুল্লাহ মুহিব/এসপি