চাঁদপুরে করোনায় আরও দুজনের মৃত্যু
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটে একজন ও রোববার (১১ জুলাই) দুপুর ২টার দিকে একজন মারা যান। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩২ জনে।
সদর হাসপাতালের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, রোববার (১১ জুলাই) দুপুর ২টার দিকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় অহিদা বেগম (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গত ৭ জুলাই সদর হাসপাতালে তিনি আসেন। তিনি করোনা পজিটিভ ছিলেন। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার আলগী পাঁচগাঁও এলাকার ছোট সুন্দর গ্রামে।
এর আগে শনিবার (১০ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে একই ওয়ার্ডে চিকিৎসাধীন টিটু খান (৪৫) মারা যান। তিনি ওইদিন বেলা ১২টার দিকে সদর হাপসাতালে ভর্তি হন। রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে। তিনি চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার হামানকর্দি এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/এমএসআর