ময়মনসিংহে অটোরিকশা ছিনতাই করতে চালক খুন
লাশ দেখতে উৎসুক জনতার ভিড়
ময়মনসিংহে একটি ডোবা থেকে রুবেল মিয়া (৩০) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, চালকের অটোরিকশাটি ছিনতাই করতেই তাকে খুন করে ফেলে রেখে গেছেন ছিনতাইকারীরা।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জ ঝাউগড়া এলাকায় একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার অটোরিকশাটির কোনো খোঁজ মেলেনি। নিহত রুবেল শম্ভুগঞ্জ পাড়ালক্ষ্মীপুর গ্রামের মৃত মন্নাছ আলীর ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, জীবিকার তাগিদে ১ বছর আগে এনজিও থেকে ঋণ নিয়ে ১ লাখ ৭ হাজার টাকায় একটি অটোরিকশা কিনেছিলেন রুবেল। নিত্যদিনের মতোই সোমবার (১২ জুলাই) বিকেলে অটোরিকশাটি নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে।
পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয়রা ডোবায় লাশ পড়ে থাকতে দেখলে বিষয়টি জানাজানি হয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে খবর পেয়ে ওই স্থানে গিয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
উবায়দুল হক/এমএসআর