বাবা হারালেন সাংবাদিক জিতু কবির
রংপুর প্রেসক্লাবের সদস্য, দৈনিক বায়ান্নর আলোর বার্তা সম্পাদক ও জাগো নিউজের রংপুরের নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর কবির জিতুর বাবা আলহাজ আবু তাহের বাবু (৬৬) মারা গেছেন।
মঙ্গলবার (১৩ জুলাই) বেলা একটায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন)।
বিজ্ঞাপন
আবু তাহের বাবু লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুই নম্বর মদাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আজিমুদ্দিন মিয়ার দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি গত ২৯ জুন রাতে ব্রেইন স্ট্রোক করলে তাকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ও শ্বাসকষ্ট বাড়লে আইসিইউতে নেওয়া হয়। গত ৬ জুলাই থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার বাদ এশা গ্রামের বাড়িতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়।
আবু তাহের বাবু দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের সেবা করেছেন। ইউনিয়নের চামটাহাট তালিমুল কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। এছাড়া পশ্চিমপাড়া জামে মসজিদের সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএএস