পিরোজপুর পৌর এলাকা পর্যবেক্ষণের জন্য পুলিশের চোখ হয়ে কাজ করছে দেড় শতাধিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। যে ক্যামেরা পর্যবেক্ষণের মাধ্যমে জেলা পুলিশের নজরে আসছে সকল কার্যক্রম। ক্যামেরাগুলো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করছেন কেউ না কেউ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে শহর, বাজার, বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও শহরের গুরত্বপূর্ণ স্থানে দেড় শতাধিক সিসি ক্যামেরার কাজ চলমান রয়েছে। আর এই সিসি ক্যামেরা স্থাপনের ফলে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ হবে।

জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি। তার মধ্যে বড় অংশের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পৌর এলাকায় ম্যাপিং করে গুরুত্বপূর্ণ স্থানকে সিসি ক্যামেরার আওতায় আনতে পেরেছি। এর ফলে আমরা পরিবর্তন বুঝতে পারছি। ২৫০টি স্পটে আমাদের কার্যক্রম করার ইচ্ছা আছে। যার ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। 

আবীর হাসান/এসপি