পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন। এ সময়ে রেকর্ডসংখ্যক ৩৭৮ জন নতুন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর থেকে বুধবার (১৪ জুলাই) দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৩ জন। এছাড়াও ঈশ্বরদীতে ২, পাবনা সদরে ১ ও সাঁথিয়ায় ১ জনের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন পাবনা শহরের দোহারপাড়া গ্রামের তাছের শেখের ছেলে আকমল শেখ (৭২), ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম (৬৫), ঈশ্বরদী মন্ডল অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মহিদুল বিশ্বাস (৭৮), সদরের মনোহরপুর মোল্লাপাড়ার লুৎফুর রহমান (৯৫), সাঁথিয়ার নাগডেমরা গ্রামের মু্ক্তিযোদ্ধা মহিউদ্দিন (৭০)।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৩ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। পাবনার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, গেল ২৪ ঘণ্টায় পাবনায় রেকর্ডসংখ্যক আক্রান্ত হয়েছেন। 

প্রাপ্ত ফলাফলে ৩৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৬৪ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৩০ জন। প্রায় ২৮০০ জন বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় আক্রান্তে ঈশ্বরদী উপজেলাতেই ৩০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। 

পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী জানান, করোনার প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে আমরা নিরলশভাবে কাজ করে যাচ্ছি। তিনি চিকিৎসার পাশাপাশি রোগীর আত্মীয়স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান। 

সহকারী পরিচালক আরও জানান, দ্বিতীয় ঢেউতে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ২৮ জনের এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, খুব দ্রুত আরও ১০০ বেড করোনা রোগীদের জন্য সংযোজন করা হচ্ছে। 

রাকিব হাসনাত/এমএসআর