করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবকে সরকারিভাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সম্মতিতে হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদনের কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। পত্রে প্রচলিত সব বিধি অনুসরণপূর্বক উক্ত আরটি-পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার অনুমোদনের সঙ্গে সঙ্গে কোয়ালিটি কন্ট্রোল রান দিয়ে আইইডিসিআরের প্রত্যয়ন গ্রহণের জন্যও অনুরোধ করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবের এই অনুমোদনের বিষয়টি খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক, আইইডিসিআরের পরিচালক এবং খুলনার সিভিল সার্জনকেও অবহিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবকে সরকারিভাবে অনুমোদন দেওয়ায় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

মোহাম্মদ মিলন/এমএসআর