গাজীপুরে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ৫১৬  নমুনা পরীক্ষায় ২৫৬ জন করোনা পজিটিভ হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যু নেই।

বুধবার (১৪ জুলাই) গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান জানান, এর আগে ৯ জুলাই সর্বোচ্চ ২৩৪ জন, ৪ জুলাই ২১৯ জন এবং ৭ জুলাই ২২০ জন শনাক্ত হয়েছিল। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা নমুনা পরীক্ষায় জেলায় সর্বোচ্চ ২৫৬ জন শনাক্ত হয়েছেন। 

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৫১৬ নমুনা পরীক্ষা করে ২৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ১৫৩ জন, কালীগঞ্জে ১৪, কালিয়াকৈরে ২৬, কাপাসিয়ায় ১৩ ও শ্রীপুরে ৫০ জন।

এ পর্যন্ত গাজীপুরের মোট ৯৬ হাজার ৬২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৭৫৮ জন। তাদের মধ্যে মারা গেছেন মোট ২৭৭ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৫০ জন।

শিহাব খান/এমএসআর