স্কপের প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে (সেজান জুসের কারখানা) কয়েকদিন আগেই ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। এ বিষয়ে জানতে ঘটনাস্থল পরিদর্শন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদল।

বুধবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় স্কপের আট সদস্যের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে আসে। পরে দলটি স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আহত রোগীদের খোঁজ-খবর নিতে যায়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেভার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন সমন্বয়ক বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল, জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নির্বাহী সদস্য আতিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক মো, রফিক, রূপগঞ্জ থানা আঞ্চলিক শাখার সভাপতি-বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন ভুইয়া, সাধারণ সম্পাদক শাহ মোবারক হোসেন খান শাহিন ও সহ-সভাপতি আহমদ আলী প্রমুখ।

জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন বলেন, স্কপের আট সদস্যের প্রতিনিধি দল পুরো ঘটনাটি অনুসন্ধান করতে রূপগঞ্জে হাসেম ফুডের কারখানায় আসেন। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি পুরো ঘটনা অনুসন্ধান করে জাতীয় কমিটির কাছে রিপোর্ট দাখিল করবে যা স্কপের জাতীয় কমিটি যাচাই-বাছাই করে সরকারসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে দাখিল করবে। 

আহত শ্রমিকদের অধিকার আদায়ের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে নিহতদের কমপক্ষে ২০ লাখ টাকা করে দিতে হবে। আহতদের সুস্থ না হওয়া পর্যন্ত হাসেম ফুড কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

মো. মাহবুবুর রহমান ভূঁইয়া/আরএইচ