যশোরে বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগের সাবেক কর্মীরা

বুধবার (১৪ জুলাই) রাত দেড়টা। হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠে ‘শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংক’ এর সদস্য সচিব দেবাশিষ দাস দেবুর মুঠোফোনে। রিসিভের পর অপর প্রান্ত থেকে একজন বলেন, ‘একটা অক্সিজেন সিলিন্ডার দেওয়া যায় আমাকে? আমার মায়ের শ্বাসকষ্ট বেড়েছে। অক্সিজেন না হলে কিছুক্ষণের মধ্যে মারা যাবে’।

এ কথা শুনেই দেবাশিষ দাস তার সংগঠনের এক সদস্যকে নিয়ে মোটরসাইকেলে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে শহর থেকে ৮ কিলোমিটার দূর মালঞ্চি গ্রামে পলি বেগমের বাড়িতে ছুটে যান। টানা আট দিন তাকে ৮টা সিলিন্ডার অক্সিজেন দেওয়ার পর পলি বেগম বর্তমানে সুস্থ রয়েছেন।

এর আগে ১৩ জুলাই রাত ১টার দিকে তাদের হটলাইনে কল আসে। ফোনে বলা হয়, ‘সিলিন্ডারে অক্সিজেন শেষের দিকে। অবশিষ্ট যেটুকু আছে যেকোনো মুহূর্তে ফুরিয়ে যাবে।’ তার পর সংগঠনটির আরেক সদস্য শহরের হাসপাতাল এলাকায় বাড়িতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হন। তাকে দুদিন অক্সিজেন দেওয়ার পরে তিনি এখন সুস্থ রয়েছেন।

যশোরে করোনার সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতাল ও বাসাবাড়িতে যখন অক্সিজেন সংকটে শ্বাসকষ্টে রোগী মারা যাচ্ছেন, ঠিক এমন সময় বিনামূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দিচ্ছেন যশোরে ছাত্রলীগের সাবেক কর্মীরা মিলে চালু করা ‘শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংক’।

যার প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়। ফোন কলের মাধ্যমে ঘরে বসেই অক্সিজেন সিলিন্ডার পাচ্ছেন করোনা আক্রান্ত যশোরবাসীরা। সহায়তা পেতে ০১৭১১৯৮১৭৯৫, ০১৭৬৩৭৫৮৭৪৩ নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছে সংশিষ্টরা।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে যশোরের সাধারণ মানুষ। সংগঠনটি ৬টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে শুরু করলেও বর্তমানে অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১৯টা। এই পর্যন্ত তারা অর্ধশতাধিক মরণাপন্ন মানুষের বিনামূল্য অক্সিজেন সেবা দিয়েছে। গভীর রাতেও অক্সিজেন নিয়ে রোগীর বাড়িতে গিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ফোন নম্বর ছড়িয়ে দিচ্ছেন তারা। রোগীর পরিবার সেই নম্বরে ফোন করে সাহায্যের আবেদন করলে পৌঁছে যাচ্ছে অক্সিজেন। ফোন করার সঙ্গে সঙ্গে বিনামূল্যে অক্সিজেন পেয়ে খুশি রোগী ও স্বজনেরা।

ইতোমধ্যে তাদের এই কাজ আলোচনায় আসায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে তাদের দুটি অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্যসামগ্রী পাঠিয়েছেন।

অক্সিজেন সেবা নিয়ে সুস্থ হওয়া রোগী পলি বেগম জানান, ‘শ্বাসকষ্টে ভোগা করোনা রোগীদের বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে মানবিক কাজ করে যাচ্ছেন তারা। ওনারা যদি অক্সিজেন পৌঁচ্ছে না দিতো আমি মনে হয় বাঁচতে পারতাম না। তাদের জন্য দোয়া রইল।’

যশোর জেলা শাখার সদস্য সচিব ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশিষ দাস দেবু ঢাকা পোস্টকে বলেন, এ পর্যন্ত তারা শ্বাসকষ্টে ভোগা করোনা রোগীদের জন্য বাড়িসহ হাসপাতালে গিয়েও অর্ধশতাধিক অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছেন। মানবিক এই কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে অন্যরাও তাদের সহযোগিতা করছেন।

‘শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংক’-এর প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কমিটির সদস্য দেবাশীষ রায় বলেন, যশোরে হাসাপাতালে রোগীদের সংখ্যা বেশি হওয়ায় স্থান হচ্ছে না অনেকেরই। যাতে করে ঘরে থেকে চিকিৎসা নেওয়া যায় এবং অক্সিজেন চাহিদা উল্লেখ করা চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখালে আমরা তাদের বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে।

জাহিদ হাসান/এমএসআর