গাজীপুরের শ্রীপুরে নিজ মাওনা গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী শিশু বিল্লাল হোসেন মিলনের হাত আগুনে ছ্যাঁকা দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক মাইন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন। 

বরখাস্ত প্রধান শিক্ষক নিজ মাওনা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি উপজেলার নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তিনি শিশুর প্রতি প্রধান শিক্ষকের অমানবিকতার সংবাদ জানতে পারেন। তাৎক্ষণিক বিস্তারিত ঘটনা জানতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহারকে তদন্তের জন্য ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাটি তদন্ত করে সত্যতা পান। পরে অভিযুক্ত শিক্ষকের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়।

এর আগে, সোমবার নিজ মাওনা গ্রামের বুলবুল মিয়ার ১০ বছর বয়সী ছেলে বিল্লাল হোসেনকে একটি চায়ের দোকানে ডেকে নিয়ে আগুনের ছ্যাঁকা দিয়ে হাত ঝলসে দেন মাইন উদ্দিন নামে এক প্রধান শিক্ষক।

শিহাব খান/এসপি