ফাইল ছবি

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এটিই জেলায় একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৯২ জন। এছাড়াও ৪৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩৯৩ জনে দাঁড়িয়েছে। 

শনিবার (১৭ জুলাই) বিকেল ৩টায় গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ৪৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরের ৯১ জন, কালীগঞ্জের ১৭ জন, কালিয়াকৈরের ৮ জন ও কাপাসিয়ার ২২ জন রয়েছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৮ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৫ হাজার ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদরের ৯ হাজার ৭৫৬ জন, কালীগঞ্জের ১ হাজার ৪১ জন, কালিয়াকৈরের ১ হাজার ৬৭২ জন, কাপাসিয়ায় ১ হাজার ৬৫ জন ও শ্রীপুরের ১ হাজার ৮৫৯ জন আক্রান্ত হয়েছেন।

ডা. মো. খাইরুজ্জামান জানান, নতুন ১০ জনসহ এ পর্যন্ত জেলায় করোনায় ২৯২ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৪৭২ জন।

শিহাব খান/আরএআর