ঈদে ৫ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বন্ধ থাকবে টানা পাঁচ দিন। ২০ জুলাই থেকে ২৪ জুলাই সরকারিভাবে এ ছুটি ঘোষণা করা হয়েছে। উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, সরকারি ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা পাঁচ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তাই ২০ জুলাই মঙ্গলবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ইতোমধ্যে বিষয়টি পত্র দ্বারা ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িস কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট দুই দেশের সব কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ছুটি শেষে ২৫ জুলাই (রোববার) থেকে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে। এ সময় বন্দর দিয়ে আমদানি করা পণ্যগুলো খালাস করে নিতে পারবেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারকরা।
ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সরকারি ছুটিতে বন্ধ থাকবে বন্দরের আমদানি-রফতানির সব কার্যক্রম। সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকেও আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের বিষয়টি আমাদের জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/এনএ