সিলেট বিভাগে বাড়ছে মহামারি করোনাভাইরাসের প্রকোপ। ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬৩ নমুনা পরীক্ষা করে নতুন ৬৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৫৫ শতাংশ। এটি সিলেটে এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এর আগে ১১ জুলাই সিলেটে সর্বোচ্চ ৬০২ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এদিকে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। যা বিভাগে এক দিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। রোববার (১৮ জুলাই) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ২৯০ জন, সুনামগঞ্জে ৯৮, হবিগঞ্জে ১০৫ এবং মৌলভীবাজারে ১৮৮ জন শনাক্ত হয়েছেন। সব মিলে বিভাগে করোনায় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৫ জনে।

এর মধ্যে সিলেট জেলায় ১৮ হাজার ৬১৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫৩৪ জন, হবিগঞ্জে ৩ হাজার ৭৬৪ জন এবং মৌলভীবাজারে ৪ হাজার ৩০২ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনই সিলেট জেলার, একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭০ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৫৮ জন, সুনামগঞ্জে ৪২ জন, হবিগঞ্জে ২৬ জন এবং মৌলভীবাজারের ৪৩ জন রয়েছেন।

তুহিন আহমদ/এমএসআর