সুন্দরবনে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় অভিযান চালিয়ে নৌকা, বিষ ও বিষযুক্ত মাছ জব্দ করেছে বন বিভাগ।

রোববার (১৮ জুলাই) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের নজরুলের ভাড়ানি নামক খাল থেকে এসব জব্দ করে বনরক্ষিরা। তবে এসময় অনুপ্রবেশকারীরা বনের মধ্যে দৌড়ে পালিয়ে যায়। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে নৌকায় থাকা ৬ বোতল বিষ, দুই প্যাকেট রোটেন বিষ ও বিষযুক্ত ৩০ থেকে ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। পরে চিংড়িগুলো মাটি চাপা দেওয়া হয়েছে।

তানজীম আহমেদ/এমএএস