সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে জাপা নেতা আব্দুর রশিদসহ সাতজনের মৃত্যু হয়েছে। তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার (১৮ জুলাই) সকাল থেকে সোমবার (১৯ জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আব্দুর রশিদ (৫০) সাতক্ষীরার তালা সদরের শিবপুর গ্রামের মৃত নছিমুদ্দীন সরদারের ছেলে। তিনি উপজেলা জাতীয় পার্টির সদস্য ও ইউনিয়ন কমিটির সহ-সভাপতি ছিলেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ২৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে করোনা পজিটিভ ১৮ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন। গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আকরামুল ইসলাম/এসপি