পাবনায় এক দিনে ছয়জনের মৃত্যু, শনাক্ত ১৯০
পাবনায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯০ জন। রোববার (১৮ জুলাই) দুপুর থেকে সোমবার (১৯ জুলাই) দুপুর পর্যন্ত তারা মারা যান।
পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, করোনা ইউনিটে মারা গেছেন ২ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন ২ জন। এছাড়াও সদরে আরও ২ জন মারা গেছেন।
বিজ্ঞাপন
উপসর্গে মৃতরা হলেন সিঙ্গা বাইপাসের ইউসুফ আলীর স্ত্রী নূর জাহান (৫৭), সাঁথিয়ার ওমর আলীর ছেলে আবুল কালাম আজাদ (৫৬), শহরের দিলালপুরের মাহফুুজুর রহমান বাবুল (৫৩), এডওয়ার্ড কলেজের সাবেক বিভাগীয় প্রধান রেজাউল করিম মোল্লা (৬০)।
এদিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা যাওয়া ২ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। পাবনার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় ৮৪০ নমুনায় ১৯০ জন আক্রান্ত হয়েছেন।
বিজ্ঞাপন
পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী জানান, করোনা প্রভাব বৃদ্ধি পেলেও লোকজনের মধ্যে তেমন সচেতনতা নেই। আক্রান্ত হওয়ার শুরুতে হাসপাতালে আসলে সঠিক চিকিৎসা দিয়ে বাঁচানো সম্ভব।
রাকিব হাসনাত/এমএসআর