নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০ জনে। নতুন করে আরও ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৮ দশমিক ৮৭ শতাংশ।

জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৭১ জনে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯টায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

সিভিল সার্জন জানান, নোয়াখালীর ল্যাবে ৬১৩ নমুনা পরীক্ষা করে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরে ২৫ জন, সুবর্ণচরে ১১ জন, হাতিয়ায় ২ জন, বেগমগঞ্জে ৩৮ জন, চাটখিলে ২১ জন, সোনাইমুড়ীতে ২৮ জন, সেনবাগে ৭ জন, কোম্পানীগঞ্জে ৩৩ জন এবং কবিরহাটে ১২ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনা শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৭১ জন। যার মধ্যে সদরে ৫ হাজার ৯১ জন এবং বিভিন্ন উপজেলার ৮ হাজার ৯৮০ জন রয়েছেন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১৭০ জনের। যার মধ্যে সদরের ৩৪ জন আর বিভিন্ন উপজেলার ১৩৬ জন রয়েছেন।

হাসিব আল আমিন/এমএসআর