গরু জবাই করে মাংস অসহায়দের দিয়ে দিল তৃষিতপুর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৮২ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু জবাই করে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত লোকজনের মধ্যে মাংস বিলিয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন 'তৃষিতপুর'।
মঙ্গলবার (২০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত তৃষিতপুরের সদস্যরা কেন্দুয়া পৌরশহরের আশ্ শাফা কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে ১৬৭ জন অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেন।
বিজ্ঞাপন
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মইনউদ্দিন খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাংস নিতে আসা ৬০ বছর বয়সী এক বৃদ্ধা জানান, আমার স্বামী নেই। সন্তানরা থেকেও আমার খোঁজ খবর নেয় না। ঈদে কোরবানি দেয়ার সামর্থ আমার নেই। মানুষের কাছে হাত পেতে যা পাই তা দিয়েই কোনোমতে জীবন চলছে। ভাবছিলাম করোনার জন্য এ বছর হয়তো কোনো গোশত খেতে পারব না। কিন্তু ছেলেরা আমারে ষাঁড় গরুর গোশত দিছে। এতে আমি খুব খুশি হইছি।
বিজ্ঞাপন
স্বেচ্ছাসেবী সংগঠন তৃষিতপুরের সদস্য গালিব হাসান ইমন জানান, মানবিক কিছু মানুষের সহযোগিতা এবং পরামর্শে আমরা সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কাজগুলো করে যেতে প্রতিনিয়ত উৎসাহ পাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা ঈদুল আজহা উপলক্ষে এলাকার ১৬৭ জন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মধ্যে ষাঁড় গরুর মাংস বিতরণ করেছি। আমরা যেন আরো নতুন কিছু এবং ভালো কিছু করতে পারি এজন্য সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মইনউদ্দিন খন্দকার বলেন, তৃষিতপুর প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় তারা অনেক ভালো ভালো কাজ করছে। তাদের মানবিক কাজগুলো সত্যিই প্রসংশনীয়। তাদের প্রত্যেকটা ভালো কাজে উপজেলা প্রশাসন পাশে থাকবে।
মো. জিয়াউর রহমান/এমএএস