ছাত্রলীগ সভাপতির ভবনের অংশ ভাঙল বরিশাল সিটি কর্পোরেশন
বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিযান
বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। সোমবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সাগরদী ব্রিজ সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ভবনের সামনের অংশ সিটি কর্পোরেশনের জমি দখল হয়েছে অভিযোগ তুলে বুলডোজার দিয়ে তা ভেঙে ফেলা হয়।
তবে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন বলেন, উচ্ছেদ অভিযানের নামে আমার ভবনটি ভেঙে ফেলা হয়েছে। এখন ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করে বলেন, সিটি কর্পোরেশন থেকে কোনো ধরণের নোটিশ না দিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এটি উদ্দেশ্যমূলক। সিটি কর্পোরেশন থেকেই প্ল্যান নিয়ে ৭ তলা বিশিষ্ট ভবনটি আমরা তিন ভাই মিলে করছিলাম। যে অংশে ভবন নির্মাণ করছি তা আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত। কয়েক মাস আগে সিটি করপোরেশন থেকে দাবি করা হয়, ভবনের পেছনের অংশ সাগরদী খালের জমির মধ্যে পড়েছে। অভিযোগ অনুযায়ী আমরা পেছনের অংশের ৩ ফুট ভেঙে ফেলি। সোমবার বিকেল ৫টার দিকে পূর্ব নোটিশ ছাড়াই সিটি কর্পোরেশনের লোকজন গিয়ে বুলডোজার দিয়ে ভবনটির একাংশ ভেঙে দিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, উনি (জসিম উদ্দিন) অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। কাজ বন্ধের জন্য নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু নোটিশ ভঙ্গ করে স্থাপনা নির্মাণের কাজ চালানোয় উচ্ছেদ শাখার কর্মীরা অবৈধ স্থাপনার অংশ ভেঙে দিয়েছেন।
আরএআর