রাজবাড়ীতে পদ্মা নদীতে জেলে নিরঞ্জন হালদারের জালে ধরা পড়েছে ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে পদ্মা-যমুনা নদীর মোহনায় ঢালার চর এলাকায় ওই জেলের জালে মাছটি ধরা পড়ে।

জেলে নিরঞ্জন হালদার মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় অবস্থিত শাকিল সোহান মৎস্য আড়তে নিয়ে আসেন। ওই আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ও নুরু ইসলাম ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার টাকায় মাছটি কিনে নেন।

পরে তারা মুঠোফোনে ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে ১ হাজার ৭৫০ টাকা কেজি দরে মোট ৪৪ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, অনেক দিন হলো বড় কাতল মাছ কেনা হয় না। আজ জেলে নিরঞ্জন হালদার বড় এই কাতলটি নিয়ে আসলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেই। এবং সামান্য লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীতে এখন ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাশসহ নানা ধরনের মাছ পাওয়া যাচ্ছে। তবে এত বড় মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না।

মীর সামসুজ্জামান/এমএসআর