চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং লোকজন লকডাউন মানছে কিনা তা দেখার জন্য পুলিশ সুপারসহ আমরা বের হয়েছি। লোকজন কঠোর বিধিনিষেধ মেনে চলছে। কিছু কিছু স্থানে আমরা ব্যত্যয় দেখেছি। সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে লোকজনকে সচেতন করতে আমাদের মাইকিং চলছে। 

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে শহরের কালিবাড়ী মোড়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা সড়কে বের হওয়া লোকদের বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করেন। এ সময় রিকশায় একাধিক যাত্রী ওঠার কারণে স্বাস্থ্যবিধি রক্ষায় কয়েকজন যাত্রীকে নামিয়ে অন্য রিকশায় যাওয়ার জন্য বলেন।

এ সময় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএআর