কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ৪৮১ নমুনা পরীক্ষা করে নতুন করে ২০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় কুমিল্লায় ২০৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ২৬ জন, আদর্শ সদরের ১৩, সদর দক্ষিণের ২, বুড়িচংয়ের ৫, ব্রাহ্মণপাড়ার ১ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ৩৯ জন, চৌদ্দগ্রামের ৩, দেবিদ্বারের ৫, দাউদকান্দির ৩২, লাকসামের ১, লালমাইয়ের ১৩, নাঙ্গলকোটের ১৩,  বরুড়ার ১৬, মনোহরগঞ্জের ১৪, মুরাদনগরের ৫, মেঘনার ৩, তিতাসের ১ ও হোমনা উপজেলার ১৭ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, এখন পর্যন্ত কুমিল্লায় ২২ হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়। করোনায় মারা গেছেন ৬৪১ জন।

এমএসআর