গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মারা গেলেন ৫০২ জন। এ ছাড়া করোনায় মারা গেছেন আরও ৮২ জন।

শুক্রবার (২৩ জুলাই) বেলা ১১টা থেকে শনিবার (২৪ জুলাই) বেলা ১১টা পর্যন্ত যারা মারা গেছেন- খুলনার পাইকগাছা থানার কাশিমনগর গ্রামের নুরজাহান বেগম, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মিরগং গ্রামের মাহফুজা বেগম (৪৫), কলবাড়ি গ্রামের নুরজাহান বেগম (৫৩) এবং নওয়াবেকী গ্রামের নিপেন্দ্রনাথ (৬০)। 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল বলেন, হাসপাতালে বর্তমানে ১৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৩ জন করোনা পজিটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ৩২ জন নতুন ভর্তি হয়েছেন। এ ছাড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৩৩ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার বলেন, বর্তমানে জেলায় ১ হাজার ১১৯ জন করোনা পজিটিভ রোগী রয়েছে। এদের মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।

আকরামুল ইসলাম/এসপি