ফরিদপুর করোনা হাসপাতালে ৮ জনের মৃত্যু, শনাক্ত ১২০
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন আরও আটজন। এর মধ্যে পাঁচজন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে হাসপাতালে করোনায় মারা গেলেন ৩৪৯ জন। একই সময়ে ২৪৫টি নমুনা পরীক্ষা করে ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৯৮ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ১৬ হাজার ৭৫৮ জনের।
শনিবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞাপন
করোনা শনাক্ত মারা গেছেন-ফরিদপুর সদরের ডাঙ্গী এলাকার শেখ জলিল (৭৫), মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকার রোকেয়া (৬০), রাজবাড়ী সদরের মিলন কুমার বসু (৭৫), বিনোদপুরের খুরশিদা বানু (৭৪) এবং পাংশার দাউদ আলী সরদার (৭০)।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে নতুন করে যে ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে আলফাডাঙ্গায় ২, ভাঙ্গায় ১৬, বোয়ালমারীতে ১, নগরকান্দা ৬, সদরপুরে ২১, চরভদ্রাসনে ১১, মধুখালীতে ২২, সালথায় ১ ও সদরে ৪০ জন রয়েছেন।
বিজ্ঞাপন
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার দুপুর (২৪ জুলাই) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৩২১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। এ সময় সুস্থ হয়েছেন ৭০ জন এবং মারা গেছেন ৩৪৯ জন।
এসপি