পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলছে ৪ ফেরি
করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে সারাদেশে লকডাউন শিথিলের পরে আবারও শুরু হয়েছে কঠোর লকডাউন। এতে বন্ধ রয়েছে দেশের ব্যস্ততম নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া। তবে কঠোর লকডাউনেও জরুরি সেবার আওতাধীন যানবাহন পারাপারে নৌপথে ৪টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছে ফেরিঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, করোনা সংক্রমণ রোধে নির্দেশনা অনুযায়ী পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ বন্ধ রয়েছে। কিন্তু জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও জরুরি পণ্যবহনকারী যানবাহন পারাপার করা হচ্ছে। স্বাভাবিক সময়ে এ নৌপথে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করে থাকে। তবে জরুরি সেবার আওতাধীন যানবাহন পারাপারে ৪ ফেরি চলাচল করছে।
তিনি জানান, ঘাট এলাকায় অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, অক্সিজেন বহনকারী যানবাহন আসলেই ফেরিগুলো ছাড়া হচ্ছে। এ সময় কিছু যাত্রী ও দু-একটি ব্যক্তিগত গাড়ি ফেরিতে ওঠে পড়ছে। মানবিক কারণে তখন ফেরি থেকে যাত্রী ও গাড়ি নামিয়ে দেওয়া যাচ্ছে না। সরকারি নির্দেশনা বাস্তবায়নে ঘাট কর্তৃপক্ষ কঠোর রয়েছে।
বিজ্ঞাপন
সোহেল হোসেন/এমএসআর